নারী তুমি এগিয়ে চলো
আমরা আছি তোমার সাথে
এই পৃথিবী গড়ব মোরা
কাঁধ মিলিয়ে হাতে হাতে ।

এমন ভাবে ধর্ষকেরা  
মা বোনেদের বাইরে ডেকে
ধর্ষনেরই রক্ত নিয়ে
জাগরণের কাব্য লেখে।

মাছ শিকারী বরশি ফেলে
যেমন করে মৎস ধরে  
অধিকারের রসাল টোপে  
ধর্ষকেরাও ফন্দি করে।

অধিকারের সব মিছিলে
ধর্ষক আছে ঘাপটি মেরে
তাদের ফাঁদে পড়লে নারী
যাবে তুমি যাবেই হেরে ।

হিংস্র বাঘ সিংহ তো নয়
যারা তোমার করছে ক্ষতি
পুরুষেরাই ছিপ ফেলেছে
টোপ দিয়েছে প্রগতি।

এখন যদি সবাই মিলে
আমায় ঘিরে প্রশ্ন করে
নারীরা কি সারা জীবন
বন্দী রবে বদ্ধ ঘরে ?

উত্তর আছে সবার জানা
তুমি জানো, আমিও জানি
মুখোশ খসে পড়ার ভয়ে
মিছেমিছি কানাকানি।

ধর্ষক ছিলো আদিম যুগে
ধর্ষক আছে বর্তমানে
ভবিষ্যতেও থাকবে এরা
সর্বজনে সবই জানে ।

নারী তুমি আর পড়োনা
পুরুষ জাতির কোনো ফাঁদে
নিজেই নিজের রক্ষা করো
দায়িত্ব নাও নিজের কাঁধে।