রোদ পেয়ে ডাল শুকিয়ে কাঠ
রোদ পায়নি অন্তর
দিনে দিনে তবু অচিন তাপে
শুকিয়ে হলো যন্তর ।
উড়ল আবেগ বাষ্পে মিশে
জানালারা হলো বন্ধ ।
প্রেম খোঁজা চোখ বিষের নীলে
তিলে তিলে হলো অন্ধ ।
ভাবনার দেশে আঁকিবুকি শেষ
রং তুলিতে দ্বন্দ্ব
জানি না আজো হাসনাহেনা
বিলায় কিনা গন্ধ ।
স্বপ্নের দেশ উঁকি দেয় রোজ
হাল ছাড়া দলে ইচ্ছে
ঘড়ির কাটা নিয়ম মেনে
সময় ঠিকই দিচ্ছে ।
নীল আকাশ মাঠ জোছনার চাঁদ
এক কাপ চা সঙ্গী
আগের মতোই একই আছি
বদলায়নি ভঙ্গি ।
হাসিখুশি মুখ মলিন তো নয়
কান্নারা বুকে বদ্ধ
বেশ তো আছি নিত্য ধরে
নানান রকম ছদ্ম ।