দক্ষিণা হাওয়া ,
ক্লান্ত দুপুর ,
উদাস মন ।
দেখেছিলাম আমি
প্রিয়তার হরিনীর চোখ ।
দিঘল কালো চুলগুলো তার ,
যেন রং তুলিতে আঁকা কোন ছবি ।
বিধাতা গড়েছে তারে অপূর্ব কারুকাজে ।
মুগ্ধ নয়ণে দেখেছিলাম তারে ।
দুধে আলতা মুখটি তার পরছিল নীল শাড়ি।
যেন আকাশ থেকে নেমে আসা ডানাকাটা নীল পরী ।
গোলাপী ঠোটের বেলকুনিতে ফুটে থাকে হাসি । যতবার দেখি মন ন্যয় কারী ।