অভিমান করে থেকো না আর
তোমাকে আমি
শরতের আকাশ দিব,
দিব নীল আকাশ
সাদা মেঘের ভেলা
অভিমান করে থেকো না আর
শিউলি ঝরা ভোর দিব,
ধানে ভরা সবুজ মাঠ দিব
অভিমানে থেকো না আর
বৃষ্টিভেজা ভালোবাসা দিব হাতে রেখে হাত।
সাদা কাঁশবন ভরা মাঠ দিব,
লাগবে দোলা প্রানে।
অভিমানে থেকো না আর
বকুল ফুলে সাজিয়ে দিব কেশ,
গোধুলীর আলোয় রাঙাবো তোমার দুটি পা
অভিমানে চুপটি করে থেকো না আর দুরে ।