প্রিয়তা ,
শরতের রোদ বৃষ্টির খেলায় তুমি আমার ।
তুমি আমার , নবান্নের পিঠা পার্বনে ।
চৈএ এর মাঠ ফাটানো রোদ্দে তুমি আমার
তুমি আমার চাঁদের আলোয়
ভরা জোসনায় প্লাবিত রাতে ।
বর্ষার অঝোর ধারায় ,
কালবৈশাখীর ঝড়ে তুমি আমার ।
হাড় কাঁপানো শীতে তুমি আমার
তুমি আমার শীতের সকালে ,
সূর্যের আলোয় ঝলমল করা
ধানের উপর শিশির বিন্দু ।
তুমি আমার ফুলে ফুলে ভরা বসন্তে ,
আমার অপ্রকাশিত কবিতায় তুমি আমার ।