তুমি মৃত, তাই সত্যের প্রতি আমি অপার বিমুখ
পুরাতন সবকিছু ভেঙে করছি নতুন মতবাদের চাষ
কোদাল কাঁটার বাঁকে দুহাত তুলে ডাকে ভেতরের পিথাগোরাস
তাই নিজ তাগিদে সুর্যমুখী
হয়ে হেঁটে যাচ্ছি নিজের অন্তর্নিহিত সাধুসত্তার দিকে
নীল তৃষ্ণার্ত হৃদয়ের চোখ নৌকার মতো ভেসে গেলে
স্বপ্নভঙ হয়, দেখি পাপপূণ্যের সমুজ্জ্বলতা
দুঃখ আসুক, যদি পারে নৈরাশ্যের দরজা ঠেলে ঢুকুক
ঊর্ধ্বগামী আমি স্রোতের বিপরীতে গিয়ে খাব
লালন, ডায়োজিনিসের হাতে ভাবের প্রসাদ
আমার কোনো দুঃখ নাই,সর্বদাই পাচ্ছি শান্তিরস্বাদ
এইভাবে ধ্যান-ধারণা, নিয়ম-নীতির তোয়াক্কা
না করে আছি নিজের কাছাকাছি, পাখি হয়ে উড়ে দেখছি
তোমাদের বাড়ির আকাশ,আর কল্পনার মাছ কাতরায় যমুনায়
জগতের কাছে বিক্রি করার মতো কিছু নাই আমার, অধিবাস
বাঁচার জন্য যে ভুগছি সংকল্প কারাবাস
# ১১ মার্চ, ২০২৪ দৈনিক পূর্বদেশ পত্রিকায় প্রকাশিত।