দু'পাড়ের ভাবনায় প্রেমাচার্য হতে চেয়েছি
জলচাষী ভালোবাসি, নদী নৌকা উত্তরের সুর
বাতায়ন মেলে দিলাম দক্ষিণা বাতাস অনেক দূর
মনের চাতক জানে ইরাবতীর জলের ছলনা
প্রেম চালায়, বৈঠা চালায়, নৌকা চালায় কল্পনা।
একদিন অন্ধকার শিউলি তলে
জোনাকির আলো নিভে নিভে, জ্বলে
পীরিতের পীঁড়িতে সে আমায়
প্রেম শেখায়। জগতের মহামায়ায়।

আমার অন্তর বাহির ঝালাই করো
পৃথিবীর সকল নদীর তীরে, যেখানে
জলের জ্বালা'য় রস গ'লে পাহাড় নদী তরু
আর তোমার প্রেমবাসনা কোনো একদিন
আমার কাম জাগাবে,
নিশিদিন।
-----------------------------------------
25.11.16 দৈনিক পূর্বদেশ পত্রিকায় ' প্রকাশিত: