নি:সঙ্গতার রাতে মনের আকাশে
তুমি চাঁদ হয়ে যেও
বৃষ্টি নামলে তুমি আমায়
বৃষ্টির পানি হয়ে ভিজিয়ে দিও।
আমি যদি বাগানের মালী হই
তুমি সেথায় গোলাপ হয়ে যেও
শীতের ভোরে কুয়াশা দেখতে বেরুলে
তুমি শিউলী হয়ে মন ভরিয়ো।
আমি দুর কিনারে হারাতে চাইলে
তুমি গরুগাড়িটা চালিয়ে যেও
আমি গাছতলে ছায়া পোহালে
তুমি কোকিল হয়ে গান শুনিও।
ভাটার ক্ষরতায় আমি উজানে পরলে
তুমি স্রোত হয়ে ডিঙ্গি দিও
যদি শরতে নদীর বাকে গা বিলাই
তুমি কাঁশফুল হয়ে জড়িয়ে নিও।