তোমায় নিয়ে দুচোখ ভরে
আমার কত যে স্বপ্ন
কত আবেগে গড়েছি তাদের
করেছি কত যে যত্ন।
সেথায় যেনো রানীর আসনে
তোমাকে রেখেছি আমি
রুপের বাহারে মুখর করেছো
আমার রাজ্য তুমি।
সত্যি যদি রাজা হতাম
তাহলে হয়তো হতো
আমারও একটি প্রানপাখি আছে
সারা পৃথিবী জানতো।
কখনও আবার সেই স্বপ্নে
তোমাকে বানিয়ে পরী
একসাথে মোরা দিয়ে দেই যেনো
চাঁদের দেশে পারি।
কোটি তারকারা লাজ পেয়ে যায়
তোমার রুপের কাছে
তুমি হাসলে চাঁদের রুপও
পরে যায় যেনো পিছে।
স্বপ্নলোকের সিড়ি বেয়ে
তুমি যেনো এলে জীবনে
তোমায় নিয়ে প্রতিটি স্বপ্ন
গড়েছি আমার নয়নে।