শ্রেনিকক্ষে পাশাপাশি সিটে বসে
সেই প্রাথমিক বিদ্যালয় হতে
অগনিত কতো স্মৃতি
সেই প্রিয় বন্ধুটির সাথে।
যার সাথে টিফিন ভাগাভাগি করে
দুজনে একসাথে খেতাম
যার সাথে পাশাপাশি বসে
বিদ্যালয়ে গিয়ে আনন্দ পেতাম।
ক্লাসের ফাঁকে যেই বন্ধুটির সাথে
গল্প করে কাটিয়ে দিতাম
আর ছুটি হতেই মহা আনন্দে
যার সাথে ছুটে বেরিয়ে পরতাম।
শ্রেনিকক্ষে একে অপরের খাতা থেকে
যার সাথে দেখাদেখি করে লিখতাম
এমনকি বিদ্যালয়ে আসা-যাওয়াটাও
যার সাথে একইসাথে করতাম।
সেই বন্ধুর মায়াবী মুখটি
সত্যিই যেনো রুপের তুলনা রাখে না
সে যেনো কেবল স্মৃতির মুক্তামনি
যাকে কখনো ভুলে থাকা যাবে না।