আমার প্রিয়তমা আজকে
মনের মাধুরী দিয়ে সেজেছে
কপালে লাল টিপ আর
কলপ দিয়ে ভ্রুগুলো এঁকেছে।
চোখে কাজল দিয়ে যেনো
পুরো মুখে কারিশমা ছরিয়েছে
মুখের লাল লিপষ্টিকগুলো
কেবলই নজর কেরে চলেছে।
সে এমনিতেই সাদা তাও
মেকাপ মেরে চাঁদ হয়েছে
দীঘল কালো চুলগুলো তেল দিয়ে
আরো পরিপাটি করেছে।
বাহারী সুন্দর ব্যান্ট দিয়ে
মাথায় খোপা বেঁধেছে
নেইল পালিশ মেরে নখ
টকটকে লাল করেছে।
দুহাতে কাঁচের চুড়ি পরে
কব্জি দুটো ঢেকে ফেলেছে
আর মেহেদী মাখা হাত দুটো
কেবলই যেনো ধরতে ইচ্ছে করছে।
দুই পায়ের নুপুরগুলো কেবল
ঝন ঝন করে বাজছে
আর নতুন থ্রিপিছে তাকে
সত্যিই যেনো রাজকন্যা মনে হচ্ছে।
খোপায় দেওয়া লাল গোলাপটি
কেবল সুবাস ছড়িয়ে চলেছে
পরিকল্পনা মতো আমাদের আজ
দেখা করার সময়টা হয়ে এসেছে।
আমি জানি এই সাজ
তুমি কার জন্য সেজেছো
তুমিতো সত্যিই রাজকন্যা
আমার রানী হবার প্রহর গুনছো।