প্রিয়তমা বউ ঘরে এলে মোর
আলো জ্বালিয়ে দিয়ে
সেই গুনের গান গাইবো আমি
জানি না যে কি দিয়ে।
সাক্ষি করেছি সৃষ্টিকর্তা
সমাজের রীতি সেড়ে
তোমায় আমি মান দিয়েছি
এনেছি আমার ঘরে।
এক বুক ভরে প্রেম দিয়েছি
আর কি দেবো বলো
আমার কাছে দেবার মতো
এটুকুই যে ছিলো।
তোমার কোলে নবীন এলো
আমায় বাবা ডাকতে
জানি আমি তা কত কষ্ট
নবীনের মা হতে।
কবির কলমের খাতায় তাতো
তুলতে পারি না ফুটিয়ে
সে কষ্টটার নেই উল্লেখ
কবিতার ভাষা দিয়ে।
শুধু জানি আমি গুনের কথা
কেবল করেছো ঋনী
সেই উপহারের শোধ হবে না
তাহাই শুধু জানি।
আমার কাছে কি আছে আর
শুধু দিয়েছি মন
শত ঋনের এক মালা গেথে
তবুও ভরালে জীবন।