মায়ের হাতের রান্না
তার তুলনা হয় না।
সবজি কিংবা মাংস মাগো
যাহাই তুমি পাকাও
অমন মজার স্বাদের জাদু
কেমন করে দেখাও?
সংসারে যতো অভাব থাকুক
ঠিকই যত্নে খাওয়াও
নিজে না খেয়েও পাতের খাওয়াটা
আমাকে তুলে দাও।
তোমায় যদি তখন বলি
একটু হলেও খেতে
তোমার নাকি ক্ষিধা থাকে না
তুমি চাও না নিতে।
আমি খেলেই হাসি ফুটে যায়
তোমার মিষ্টি মুখে
জানি না মাগো কতো ভালোবাসা
আছে তোমার ওই বুকে।
রান্নার সে স্বাদ কি তবে
সেই মায়া থেকে আসে
তুমি কি করেছো বাড়তি যত্ন
আমাকে ভালোবেসে।
জানি না মাগো এতো মজাদার
কেনো হয় সেই রান্না
সত্যিই তোমার রান্না খেয়ে
দুচোখে আসে কান্না।