পাড়াগাঁয়ের বিদ্যালয়ে যখন
সেই ছেলেবেলায় পরতাম
তখন বিদ্যালয়ে বন্ধুদের সাথে
গাঁয়ের মেঠোপথটি ধরে যেতাম।
প্যান্টের পকেটে থাকতো পেন্সিল
ডানহাতে বই আর খাতা
প্রকৃতির হরেক বাহারের মাঝে
হয়ে উঠতো অনেক আনন্দে মাতা।
বাঁশের সাঁকো দিয়ে প্রথমে
গাঁয়ের নদীটা পার হতাম
তারপর সবুজ ক্ষেতের বুক চিরে
সেই মেঠোপথটায় উঠতাম।
দুর কিনারার বিদ্যালয় ভবনটি
পথটিতে উঠলেই দেখা যেতো
আর রোদেলা দিনে বিদ্যালয়ের
টিনের চালটি চকচক করতো।
আমরা কেবল পথটি ধরে
বিদ্যালয়ের দিকে হাটতাম
ক্ষেতের বুক থেকে আসা
খোলা বাতাসে মুগ্ধ হতাম।
মায়ের সমান সেই গাঁয়ের রূপ
জুরিয়ে ফেলতো নয়ন
পথের দুপাশের উঁচু গাছেরা
ছায়া দিয়ে তৃপ্ত করতো মন।
পুরো পথটি যেনো ছিলো
আমাদের একটি গল্পের আসর
আর সেই মধুর স্মৃতিগুলো
অন্তরে আজো রয়েছে অমর।