গাঁয়ের এই মেঠোপথটি ধরে
ওই সবুজ সীমানা ঘেসে
সেথায় আমার নানুর বাড়ি
এই ছায়াঘন পথটি শেষে।
এই পথে যদি যাত্রা করো
পাখিরা গান শোনাবে
রাখালেরা বাঁশি বাজিয়ে
তোমার মন ভরাবে।
দুপাশে ফসলের ক্ষেতেরা
দুর আঁকাশে হারিয়ে যাবে
খোলা মাঠের হাওয়া এসে
তোমার মন জুরাবে।
এই পথ ধরে যখন ছেলেবেলায়
মায়ের সাথে নানুর বাড়ি যেতাম
পর্দাঘেরা গরুগাড়িতে তখন
সারা পথটা পারি দিতাম।
কখনও সাঁঝের আবছা আঁধারে
বাহিরে উকি দিতাম
আমার লাজুক জননীকে নিয়ে
বাহিরটা উপভোগ করতাম।
আবছা আঁধারে রাখালেরা তখন
বাড়ির পথে ছুটতো
পাখিরা তখন নীড়ে ফিরে যেতো
শিয়ালেরা ডেকে উঠতো।
ব্যাঙেরা ঘ্যাং ঘ্যাং করে
রাত জাগা শুরু করতো
আর আধার ঘন না হতেই
হন্যে হয়ে গরুগাড়ি ঘরে পৌছাতো।