জীবনের এই চলার পথটা
অনেক বেশি কঠিন
আবেগ যদিও আগলে ধরে
বাঁচার পথটা মলিন।
ব্যস্ততার এক ছুতা ধরে
আজকে আমি একা
প্রিয়জনেরা সবাই দূরে
নেই অনেকের দেখা।
ব্যস্ততাটাই সব হয়েছে
আর সবকিছু পরে
শত আবেগের মায়াগুলো সব
আসতে হয়েছে ছেড়ে।
সেই মায়াবী মুখগুলো আজ
স্মৃতির পাতার মনি
দুরে থাকলেও তবুও তাদের
ভুলতে আজও পারি নি।
তারাও ব্যস্ত আমিও ব্যস্ত
এভাবেই আছি বেঁচে
স্মৃতিগুলো সব যত্নে রেখে
জীবন এগিয়ে চলছে।
খেলাধুলা আর আড্ডা দেওয়ার
কত যে মধুর স্মৃতি
জীবনে আসা প্রিয় মানুষগুলো
এভাবেই হলো সাথি।
বাস্তবিক এই ব্যস্ততাটা
কেবল বলে চলতে
বন্ধু তোরা ভুল বুঝিস না
এভাবেই হয় বাঁচতে।