বন্ধু মানে হলো আনমনে গড়া
মনের একগুচ্ছ আবেগ
একে অপরের সাথে শেয়ার করা
মনের সকল ভাবাবেগ।
সুখ কিংবা দু:খের দিনে
একে অপরের পাশে থাকা
আর প্রিয় বন্ধুকে নিয়ে
মনের গহীনে রঙ্গিন স্বপ্ন আঁকা।
বন্ধু হলো সেই প্রিয় মানুষটি
যার প্রতি আছে বিশ্বাস
পাশে থেকে যে জুগিয়ে যায়
সফলতা পাবার আশ্বাস।
যার প্রতি রয়ে যায় দাবি
যাকে নিয়ে থাকে আশা
আর এই বন্ধু মানেই যেনো তাকে
অনেক বেশি ভালোবাসা।
বন্ধু মানে হলো ঝুমিয়ে আড্ডা
ছলাকলা আর আনন্দ
যাদের দেখা পেলে যেকোন বয়সেই
মনে জেগে ওঠে কৈশরের ছন্দ।
তারা হলো জীবনে আসা
এক অন্য রকম কৈশর
মৃত্যু পর্যন্ত যারা রয়ে যাবে
এভাবেই সব সময় অমর।
তাদের সামনে আজও আমি
সেই বিদ্যালয়ে পরা ছাত্র
আর তখনের মতো আজকেও আমি
তাদের সামনে হাসি-তামাশার পাত্র।