তোমায় কতটা ভালোবেসেছি
তুমি কি জানো অনন্যা?
তুমি হলে আমার স্বপ্নে আঁকা
সেই সুন্দরী রাজকন্যা।
যাকে রানী বানিয়ে
আনবো আমি ঘরে
আর মন ভরে খালি দেখবো
সারাটি জীবন ভরে।
দুজনে মিলে গল্প লেখবো
লেখবো অনেক কাব্য
সেথায় তুমি রানী হবে
আমি রাজা থাকবো।
তোমার রূপে মুখর থাকবে
দুজনের সুখের নীড়
সেদিনটিতে পৌছে যেতে
মনটা হয়েছে অধীর।
মন বলে আজ হারিয়ে যেতে
দুর কিনারায়
নদী আর সাগরের মিলন হওয়া
সেই ফেনিল মোহনায়।
কিংবা সহস্রধারায় পরতে থাকা
পাহাড়ি ঝর্নার পাশে
গরতে একটি সুখের নীড়
তোমায় ভালোবেসে।