আমাদের এ সম্পর্কটা যেনো
অনেক বেশি আবেগের
আজ দুই যুগ হয়ে গিয়েছে
সম্পর্কটা তবুও অটুট আমাদের।
জীবন চলার পদে পদে
এলো কত রকম ঝর
আমাদের এ সম্পর্কটা কিন্তু
আজো রয়ে গিয়েছে অমর।
একে অপরকে ভালোবাসি বলেই
আমাদের মধ্যে আছে আবেগ
আর সুখ-দু:খে মোরা যন্ত্রনা কমাই
একে অপরকে জানিয়ে ভাবাবেগ।
এ সম্পর্কটা আছে বলেই
দু:খ আজ যন্ত্রনাহীন
কারন তোমার সঙ্গ পেলে
শীঘ্রই তা হয়ে যাবে মলিন।
আর ভালো যদি থাকি
তাও তোমাকে জানাতেই হয়
তোমাকে জানানোর আগ পর্যন্ত
সে সুখটাও যেনো অসম্পূর্ণ রয়।
ছেলেবেলায় একসাথে খেলাসহ
আরো কতো স্মৃতি তোমার সাথে
আজ কোনভাবেই পারি না
সেই স্মৃতিগুলো ভুলে যেতে।