একসাথে চলার পদচিহ্নটুকু
আজো যেনো স্মৃতি হয়ে রয়েছে
কোন এক বালুময় নির্জন সমুদ্রতীরে
স্রোত হয়তো এ অবধি বহুবার এসেছে।
সবকিছু ধুয়ে নিয়ে চলেছে
হ্যাচকা টানে দুর্বার সমুদ্রের কোলে
কিন্তু আমাদের পদচিহ্নটুকু বিলীন করে নি
আমরা একে অপরকে ভালোবেসেছি বলে।
কোন ধবধবে সাদা সামুদ্রিক পাখি
হয়তো আজো সে পদচিহ্নের প্রহরী
হয়তো কোন কাঁদামাখা গেঁয়ো পথে
আজো রয়েছে আমাদের পদচিহ্নের ছড়াছড়ি।
একে অপরকে ভালোবেসেছি বলে
চাষিরা তা বিলীন করে দেয় না
ঝড়ের স্রোত আমাদের সে পদচিহ্ন
মুছে কখনো ফেলে না।
গাড়ি বহনকারী গড়ু পদতলে কখনো
সেই পদচিহ্নকে বিলীন করে দেয় না
এই প্রেম যেনো অমর প্রেমের গল্প
যা কখনো বিলীন হয়ে যাবে না।