রূপের আঁধার আমাদের গ্রাম
উজার করেছে বুক
গাঁয়ের বুকের সেই মায়াতে
অনেক মিষ্টি সুখ।
চারপাশে তার শস্যের ক্ষেত
পিছনে একটি নদী
সে দৃশ্য যে কতো সুন্দর
কখনও দেখতে যদি।
সবুজ গাছে চারপাশ ঘেরা
সামনে একটি পুকুর
মাটির তৈরি কুড়েঘরে
আমাদের গ্রাম ভরপুর।
সাঁঝ অবধি চাষের কাজে
গাঁয়ের চাষিরা ছোটে
মাটির তৈরি মানুষ আমরা
মাটি চষে দিন কাটে।
দারিদ্রতাই নিত্য সঙ্গি
আমাদের গ্রাম জুরে
তবুও আমরা যাই না কোথাও
গাঁয়ের বুকটা ছেড়ে।
গাঁয়ের প্রতি মায়াটা যেন
আমাদের অনেক বেশি
মায়ের সমান এ গ্রাম আমার
কত যে ভালোবাসি।