ঘরনী তুমি আজ অন্তঃসত্ত্বা
জ্বালাতে ঘরে আলো
অসুখের মাঝে দিন যাচ্ছে
তুমি আজ নেই ভালো।
শুয়ে-বসে আজ কাটছো সময়
অনেক কষ্ট করছো
সন্তান আসার অপেক্ষায় তুমি
কষ্টে প্রহর গুনছো।
এভাবে করে কাটবে তোমার
দশ মাস দশ দিন
তারপর তোমার কোলে আসবে
সেই প্রতীক্ষার নবীন।
ধীরে ধীরে সে মুখ ফুটিয়ে
মা বলে তোমায় ডাকবে
মা ডাকের সেই শ্রেষ্ঠ সম্মান
তোমার জীবনে আসবে।
সেই নবীনই হবে আমার
সবথেকে বড়ো পাওয়া
জানি এতোবড়ো গুনের বদল
কখনও যাবে না দেওয়া।
তুমিতো হলে মায়ের জাতি
ত্যাগই তোমার ধর্ম
নতুন জীবন জন্মদানই
তোমার চির কর্ম।
জন্মদানের সে গুনটাতো
সবথেকে বেশি মানের
এমন গুনের শোধ হয় না
এতোবড়ো সেই ঋনের।