মাগো আমি আজো তোমার
খোকা হয়েই আছি
সময় পেরিয়ে আজকে যদিও
নিজের পায়ে দাড়িয়েছি।
আজকে তুমি আগের মতো
কোলে তুলে আর নাও না
মাথার মাঝে হাত বুলাতে
তবুওতো ভুল করো না।
খাওয়ার সময় আজ তুমি আর
খাইয়ে আমায় দাও না
খাওয়ার টেবিলে সঙ্গ দিতে
তবুওতো ভুল করো না।
আমার যেনো মনটা বলে
আবার খোকা হতে
কোলের মাঝে বসে আবার
তোমার হাতে খাওয়া খেতে।
আগে যেমন ঘর ছেরে কোথাও
একলা যেতে দিতে না
ঠিক তাই যেনো তোমার মনে
আজও দিতে চায় না।
ঘর থেকে আজো বেরুবার সময়
তোমার কতো দোয়া
পথে-ঘাটে যেনো দেখে-শুনে চলি
এটুকুই তোমার চাওয়া।
আমিতো আজ আর খোকা নেই মাগো
তবুও তোমার খোকা
ঘর থেকে আমি বেরুলে নাকি
তোমার মন হয় ফাঁকা।
এই পৃথিবীর যতো মা আছে
সকলকে জানাই শ্রদ্ধা
সারাটি জীবন ভালোবেসে আমায়
মা আজ হয়েছে বৃদ্ধা।
মা আজ আমায় বলে কেবল
তিনি নাকি যাবে মরে
আমিতো জানি না কেমনে বাঁচবো
অমন মাকে ছেড়ে।
এই জগতের কোনো ছেলে যেনো
এতিম আর নাহি হয়
এতিমের মতো হতোভাগা আর
দুনিয়াতে কেহ নয়।