ভোরের ঢাকা
শুভ সকাল,
উঠে গেছি ছয়্টা বাজে ঘুমবো না আর।
হতাম যদি পাখি,
আজ ডাকি ডাকি ঘুম ভাঙ্গাতাম সবার।
ভোর সকাল;
মোরগ ডেকে ভাংগিয়ে দিলো আরামদায়ক ঘুম।
হায় কপাল !
এ কোন শহর; নেই কোন কোলাহল প্রকৃতি নিঝুম।
যদি পারতাম,
দেখাতে আজ ঢাকার এই ঘুমন্ত রূপ।
নিশ্চিত ভাল লাগত,
ব্যস্ত ঢাকার এই অদ্ভুত থাকা চুপ।
ভোরের ঢাকা,
এমন রঙে প্রতিদিনই যদি সে আঁকত।
তবে ভোরেই ,
হাজারো কষ্টেও উঠতাম রোজ পাখি যদি এভাবে ডাকত।