তুমি যেদিন জানবে
"""প্রেমের কবি আসিফ খান রানা """ ২৯-৩-২০১৪ সালের লেখা
তুমি যেদিন জানবে ......!
সেদিন হয়তো চব্বিশ ঘন্টাই
সন্ধ্যার আঁধারে থাকবে তুমি,
যখন অতলান্তিক হৃদপিণ্ডের
হৃদ্যন্ত্র তোমায় বোঝাতে চাইবে
আমার ভালবাসার উদগীরণ লাভাস্রোত
শুধু তোমার জন্য আবিষ্কৃত নীলাঞ্জনা।
আমার স্বপ্নীল স্বপ্নযাত্রায় হয়তো
তুমি নীলাঞ্জনা রূপভেদ কর ;
স্বপ্নের স্নিগ্ধ সজনী রূপদানে আমায়,
ভালবাসার রূপালী জ্যোৎস্নায়
স্নানের স্নিগ্ধতায় ভেজাতে এসেছো।
কিন্তু; ভালোবাসার বাস্তুভিটায় এসেও যদি
একবার দৃঢ়তার তৃপ্ত দৃষ্টিগোচর না করো!
তবে আজ আর অপরাহ্ণে অপেক্ষা নয় ;
আমার যা ভাবিত চেতনে উদয়াস্তের সীমান্তে,
আমি তাহাই তোমার জন্য করবো।
তুমি যেদিন জানবে ......!
সেদিন পৃথিবীর পদাবলী হতে আমি
চিরায়ত চিরন্তন সত্যের কাফনে।
নিজেকে নিয়ে যাবো।
জানি তবু বুঝবে না ভালোবাসার মূল্যবোধ।
কারণ- তিক্ত অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ,
মূল্যবোধ কতটা মৌলিক এবং
কত বড় মিশনকে প্রতিনিধিত্ব করে।
তুমি যেদিন জানবে ......!
দ্রুত পরিবর্তনশীল বিশ্বে;
ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে,
আর তা হলো ঝুঁকি না নেওয়া।
যা আমি নির্দ্বিধায় তোমার জন্য নিয়েছি।
এই বিশ্বে স্থায়ী কিছুই না,
এমনকি আমাদের সমস্যা গুলোও না।