‘’ভালোবাসার প্রার্থনা’’
প্রেমের কবি আসিফ খান রানা
উষ্ণ সকালের সুপ্ত হাওয়ায় হঠাৎ তোমার আগমন ঘটেছিল-
কোনো এক বসন্তে কোকিলের কুহু কুহু সুরে,
রঙ্গীন রঙ-বেরঙের ফুলের গন্ধ মেখে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে
অবশেষে যেদিন তুমি ধরিত্রীর বুকে চরণ রেখে ফুটিয়েছিলে হাসি তোমার নূরে।
তুমি নামক সূর্যের উদয় হয়েছিল যার অসীম আলোয় আলোকিত হয়ে-
আমি বোধহয় সেদিন-ই নতুন অধ্যায়ের সূচনা করেছিলাম দাঁড়িয়ে দূরে।
যেন তোমার ঐ নিষ্পাপ চোখের সরল চাহনি আমায় বিমোহিত করে,
তোমার চাঙ্চল্য অফুরন্ত ভালোবাসার পুষ্প মাল্য আমাতে সমর্পিত করেছে-সে ভোরে।
তোমার এক চিলতে হাসি যেন দুঃখ গ্লানি নির্বাক করে তেড়ে এনেছে মোর ঘরে সুখ ,
তোমার ঐ মায়াবী হাসিতে আমি মুগ্ধ হয়ে ডুবে ভুলে গিয়েছি আমার শত দুখ।
স্রষ্টার সৃষ্টি যে বন্ধনে আবদ্ধ করেছে তোমায় আমায় এক বাহু-ডোরে,
আমার পুরো পৃথিবী থাকবে তোমায় বৃক্ষের লতা হয়ে আমৃত্যু ধরে।
স্রষ্টার নিকট শুকরিয়া ও প্রার্থনা করি আমার ইবাদতের প্রতিটি ডাকে,
তোমাকে যেন আমার পাশে শত শত বছর এভাবেই ভালোবাসার বাঁধনে বেঁধে রাখে।
ইহ কালের ন্যায় পরকালে ও জমা করে যেতে চাই আমার সমস্ত পেয়ার।
হাজার বছর বেঁচে থাকো মোর ভালোবাসায়- হ্যাপি বার্থডে মাই ডেয়ার।