অনুভবে ভালবাসা চাই
**** ( কবি আসিফ খান রানা )
গরমে অস্থির আমার মন
কিন্তু তবুও তোমার জন্য আমি অপেক্ষা করবো।
ভেবো না তোমায় প্রচণ্ড ভালবাসি বলে আমার অপেক্ষা।
ভুল চিন্তা করছো- তবে আমি শুধু দেখছি ,
কেমন করে ওরা ওই ভর দুপুরে; কিভাবে প্রেমে মশগুল।
আমি অনুভব নয়, বাস্তবে ই অবলোকন করতে চাই।
দেখি হাঁপিয়ে কাকের মত কি করে খুঁজতে হয় জল।
বুঝতে চাই একটু মিষ্টি জলের কতটুকু মূল্য।
ভাবছো- তাহলে আমি তাচ্ছিল্য করছি, তাই না?
সে ধারনাও তোমার ভুল।
তুমি আছো বলেই সমস্ত পৃথিবী আজ আলোকিত।
তোমার কল্যাণে ই আমার ভালবাসার দরজা
খুলল পৃথিবী অপরূপ শোভা দেখার জন্য।
তোমার ঐ উত্তাপ থেকেই তো আমি নতুন করে,
নূতন ভাবে ভালবাসার প্রাণ শক্তি ফিরে পাই।
নতুন করে বাঁচার প্রবল ইচ্ছে আসে রোজ সকালে।
তপ্ত দুপুরে ও অপেক্ষায় রাজি তোমার জন্য।
হয় তো তোমার গরমের তাপদাহে আমি ঝলসে বিলীন হবো।
তবু হতে চাই।
না হয় বিকেলের সোনালী রোদে এক-কাপ চায়ে,
দু'জন ভাগ বসালাম সূর্যের রক্তিম আলোর অন্তিমে।
গল্পের ধারায় হারালে না হয় সন্ধ্যা রাতে।
জোনাকির নিভু নিভু আলো সাময়িক ভালো লাগা।
তবুও উপভোগ করবো তোমায় রাঙ্গাতে। কারণ-
রাতের গভীরতা থেকে বেড়িয়ে তোমায় আলতো ছুঁতে চাই।
যে ছোঁয়ায় আলোকিত হবে প্রেমের চন্দ্র।
যার আলোক সজ্জায় রূপালি জোছনয় তুমি হবে ধবলা পরী।
সে স্নিগ্ধতার রূপালি জোছনা তুমি হীনা গুণ্য।
তোমায় ধরা পড়তে বলছি না আমার বাহুতে ?
তুমি নাই'বা থাকলে আমার রাহু তে- !
আমি তবুও সব মেনে নেবো অবলীলায়।
শুধু অনুরোধ-আমার অনুভবে যেন তোমার ভালোবাসা পাই।