মাসুদ ভালো হয়ে যাও
****প্রেমের কবি আসিফ খান রানা****
মাসুদ ভালো হয়ে যাও,
কিন্তু মাসুদ রা,
ভালো হবার নয়।
তে লু মাথায় তেল দিতে,
সবাই-ই চায়।
মাসুদ রা ভালো হবার নয়।
তোষামুদে আমলা,কেউ নয় কামলা।
স্যার হত ; -সবাই চায়।
মাসুদ রা ভালো হবার নয়।
পুকুর চুরি হলে ফাঁস, কেউ নয় কারো দাস।
সবাই এড়িয়ে চলে দায়।
মাসুদ রা ভালো হবার নয়।
যা নয় সরকারি, সব-ই তখন দরকারী।
নেতা হতে -সবাই চায়।
মাসুদ রা ভালো হবার নয়।
অর্থ করিতে হালাল, ফুটপাতে র দালাল।
রাখে না মনে ভয়।
মাসুদ রা ভালো হবার নয়।
এক কানে শুনিয়া, সব চলবো মানিয়া।
এই মর্মে বাণী দেয়।
মাসুদ রা ভালো হবার নয়।
পদ্মায় হলে চর; নেতাদের হয় ভর।
গরীবের হকে তারা বাধাঁ দেয়।
মাসুদ রা ভালো হবার নয়।
যানজটের কড়া ভিড়ে, অযথা বাহানা ঘিরে।
বাক্সে র খুপরিতে আট্কায়।
মাসুদ রা ভালো হবার নয়।
নেই কোনো কর্ম, রাজনীতি-ই ধর্ম।
কর্মে দেয় মূল পরিচয়।
মাসুদ রা ভালো হবার নয়।
টেন্ডার চাঁদা বাজী, করে হয় মহা হাজী।
নেই বোঝার উপায় !
মাসুদ রা ভালো হবার নয়।
আপনাকে করিয়া আপন; তুলি বে ঝড় কথায় কাঁপন।
নিবে কাঁধে সব দায়।
মাসুদ রা ভালো হবার নয়।
সব কাজে-ই দক্ষ, আছে বিশেষ পক্ষ।
ডাকিয়া কক্ষে কিছু টাকা গুঁজে নেয়।
মাসুদ রা ভালো হবার নয়।
বিশেষ দ্রষ্টব্যঃ বর্তমান পরিস্থিতি না। সেই বাংলাদেশ সৃষ্টির লগ্ন হতেই মাসুদ রা বাস করছে এ দেশে। কত কাল চলবে জানা নেই। কবিতার আরো ২১ টি লাইন আছে যা ......।