ইচ্ছে থাকলেই উপায় হয়
****প্রেমের কবি আসিফ খান রানা****
গুণের কথা নুনে আছে, আর জ্ঞানের কথা ভ্রমণে ।
ইচ্ছে থাকলেই উপায় হয় , হাজার বাঁধার সামনে।
জন্ম মানুষকে মনুষ্য রূপ দান করে মাত্র, মনুষ্যত্ব নয়।
মূর্খতা পশুত্ব, জ্ঞানের গর্ভে আসিলে পূর্ণ মানব হয়।
পবিত্র গ্রন্থে-ই বলেছেন স্রষ্টা, তুমি কী বোঝ নি তার অর্থ?
বাকারা’য় শুরু; সুরা নাসে পরিপূর্ণ, এখানে একটাই শর্ত ।
অবিশ্বাসী জন্ম; মনুষ্যত্ব নয়, পশুত্বেরই রূপ দান।
জ্ঞানের আলোয় চলিলে পথ, অভাব হবে না সম্মান।
ইচ্ছে-ই যথেষ্ট, অর্থের প্রয়োজন নেই সুদূর চীন ভ্রমণে।
জ্ঞানের দ্বার; করিতে ধার, ঘর কোণে নয়; আসে বিশ্ব গমনে।
পৃথিবী একটি জ্ঞানের বই, ভ্রমণে না আসিলে এক পৃষ্ঠায় অপূর্ণ।
জ্ঞানের সাগর, পাহাড় দিতে পারি, থাকনা পকেট শূন্য ।
মিছে মায়ায়; এক-ই ছায়ায়, ভ্রমণ বিহীন খুঁজলে আলোর দিশারী!
কুয়োর ব্যাঙ বুঝিবে না, বিশাল সমুদ্রে; মৎস ধরিতে যায় কেন ফিসারী?
যদি চাও জানতে; হবে তবে মানতে, ভ্রমণে আছে জ্ঞানের বাহার।
অর্থে নয়, ইচ্ছে র শক্তিই মেটাতে পারিবে সে আহার।
বিকেক হলো মনুষ্যত্বের আয়না, সেখানে থাকবেই হাজারো বায়না।
স্রষ্টার বাণী; চলো যদি মানি, ভ্রমণে জ্ঞান আসে; পথভ্রষ্টে যায় না।
মানুষ জন্মগত ই মানুষ, প্রকৃত মনুষ্যত্ব অর্জনে লাগে জ্ঞানের তত্ত্ব।
জগত জুড়িয়া মানুষের বহু ধর্ম, ভুলিয়া যায় বড় ধর্ম ই যে মনুষ্যত্ব।
এ জগতে সকল মানুষ-ই জীব, সকল জীব কিন্তু মানুষ নয়?
বিবেকহীন মানুষ পশুরই ন্যায়, কর্মেই পাই তার পরিচয়।
খুব আপন জিনিস না গেলে খোয়া, যায় না যেমন বোঝা ।
মনুষ্যত্বের মৃত্যু যে বেদনাদায়ক, সাধারন মৃত্যু তো সোঁজা।
জ্ঞানের স্বাদ ভ্রমণে, তা করতে আহার হয় না হতে ধনী।
ধনী’তে নেই সুখ, পৃথিবীর সৌন্দর্য না থাকিলে মনে কিসের সে জ্ঞানী?
যে বোঝে; জ্ঞানের খোঁজে, করে শূন্য হাতে জ্ঞানের পথ ভ্রমণ।
ইচ্ছে থাকলেই উপায় হয়, তাঁকে যায় না করা দমন।
শূন্য পকেট; নিয়ত গুণে বরকত, ভ্রমণ ছোট হলেও আসে যে শান্তি।
বিপুল অর্থ; মেনে যায় হার, দূর হলে মনের সকল ক্লান্তি।
জ্ঞানী লোকের জ্ঞানের ভাষা, জ্ঞানী লোকেই বোঝেন ।
মূর্খেরা তো জ্ঞানী লোকের কথার মাঝে, তামাশার হাস্য রস খোঁজেন।
জন্ম ভালো কর্মে, সে কর্মে মনুষ্যত্বের গুণ আমৃত্যু সাঁজানো এক বাণী।
ফুলের জনক তখনি তুমি, বুঝলে পরিচয়-তবেই; তুমি মহাজ্ঞানী।