❤️❤️-আমি তোফাজ্জল, 🌹🌹
💔💔প্রেমের এবং সাম্যের কবি আসিফ খান রানা ❤️
-আমি তোফাজ্জল,
ভালোবাসার এক পাগল তোফাজ্জল।
ক্ষুধার রাজ্যে এই শহরে কাক যেখানে বিলুপ্ত,
সেখানে একমুঠ ভাতের জন্য তোমাদের দ্বারপ্রান্তে।
আমাকে বিশ্বাস করো-আমি চোর নই!
তোমাদের মেধা আর মেধাবীর নিকট আমি পাগল মাত্র।
বিশ্বাস করো ভাই - আমি সত্যিই চোর নই!
আমি তোফাজ্জল,
পৃথিবীর বুকে বিরলতম এ আইন মানি না।
যেখানে মনুষ্যত্ব ঠাই নেয়- কাগজের সনদে।
তাই ক্ষুধার্ত দেহটা দিয়ে গেলাম মেধাবীর হস্তে।
যেথায় আমার জ্ঞানের বিবেক আর ক্ষুধার্ত দেহ ;
তোমাদের মনুষ্যত্বকে জাগাতে পারেনি!
মানুষের মায়াকে ছায়ায় বন্দী করে,
কুকুর দিয়েছো অন্দরমহলে অধিকার।
সেথায় মেধাবীর বাস হতে পারে, জ্ঞানীর নয়।
মেধার অন্বেষণে পুস্তকের গভীরে সময় টুকু অপচয়,
এর চেয়ে মূর্খতাই ঢের বেশি ভালো নয় কী?
-আমি তোফাজ্জল,
একখানা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলাম।
মারণাস্ত্র নহে- ক্ষুধার্ত পেটের আগ্নেয়গিরি।
পাকস্থলীতে ধাউ ধাউ করে জ্বলছে।
এই শহরের মানুষ ইট পাথরের কংক্রিটে,
নিজেকে মুড়িয়ে মানবতাকে -
মানবাধিকার মঞ্চে বসিয়ে বৈষম্য বিমোচক
সাম্যের গান গায় জিরাফের ন্যায় গলা উঁচিয়ে।
ঐ চিৎকারে আমার ক্ষুধার্ত গলা হারিয়ে যায়।
বিশ্বাস করো ভাই - আমি দুটো ভাত খেতে এসেছি!
আমার জ্ঞানের আঁধারে কলম হস্তে শুধু -
সত্যের মহাগ্রন্থে সারমর্ম বাণী লিখে চলে।
চুরির আধিপত্য নেই কলমের খোঁচায়।
-আমি তোফাজ্জল,
বিশ্বাস করো ভাই - আমি চোর নই।
-আমি এ শহরের সীমানা ছাড়ায়ে,
চলে যাবো বহু দূর, শুধু চুরির শাস্তি টুকু-
মেধার বিচারে মনুষ্যত্ব বিবেক বর্জিত
মৃত্যুদন্ড দিও না!
আমার হাজার বছর বাঁচিবার ইচ্ছে বড্ড।