একটু মায়াবী শান্তির আশায়
****প্রেমের কবি আসিফ খান রানা****
আমি বারান্দায় জানালা ধরে দাঁড়িয়ে,
উঁকি মেরে দেখছি এ শহর; কে, কি-করে?
ভাবনায়-কল্পনার রাজ্যে গিয়েছি হাড়িয়ে।
কেউ বুঝি ডাকছে আমায় ইশারায়; এই ছেলে আসো ভিতরে।
এ শহরে রোজ কাকের কর্কশ বাণী করতে হবে কর্ণপাত।
কালো ধোঁয়ার আর রাস্তার ধূলিতে; হবে নিত্য জড়াতে।
এ শহর সবার, তুমি আমি বিহীন মৃত্যু তার নির্ঘাত ।
মেনে নিয়েছে এ শহর, পারবে না মানুষের গোলযোগ সরাতে।
শান্তির খোঁজে এ শহরে সবাই করে চলছি খনে খনে যুদ্ধ।
শুধু প্রতিযোগিতার যুদ্ধে জয়ী হতে এ শহরকে কেউ ভালোবাসি'নি।
সবুজ ভালোবাসা বিহীন; প্রাণহীন শহরে, বায়ুটাও নেই বিশুদ্ধ।
আমি এ অসুস্থ প্রতিযোগিতার এক বাসিন্দা, যেন বহুকাল মন খুলে হাসি'নি ।
ট্রেনের গতিতে চলা জীবনে, হাসার কী আছে কোনো উপায়?
যেখানে ঘড়ির কাটায় বাঁধা খোলা আকাশ বিহীন সকাল সন্ধ্যা।
নিত্য ই কৃত্রিম আলোয় ব্যস্ত, চাঁদ সূর্য বিহীন চলছে মানুষ দু’পায়।
সেখানে অর্থ উড়বে ই বাতাসে, শুধু দেখা দিবে মস্তিষ্কে শান্তির মন্দা।
কৃত্রিম আলোর চাকচিক্যে, প্রকৃতির শান্তি গিয়েছে ভুলে।
রান্নার ঘরে আর হয় না গল্প, মজে না রমণী স্বামীর ভালোবাসায়।
এ শহর; জীবন তেতো করে, সব মজা নিয়ে গেছে তুলে।
তবু সে কষ্টে; পড়ে আছে এ শহরে একটু মায়াবী শান্তির আশায়।