***বন্দী জীবন ***
প্রেমের কবি আসিফ খান রানা।
* স্মৃতি সর্বদর্শী রোমন্থন।
হে অতীত তুই ফিরে আয় আবার ঐতিহ্য নিয়ে,
আমি আজ রাঙাতে চাই উন্মুক্ত জীবন তোকে দিয়ে।
বহুকাল যেন বন্দী আমি অদৃশ্য এক মহা মারিতে!
বিরক্তি ধরে গেছে বসে বসে ঝিমুনি এ বাড়িতে।
বৈশাখী বৃষ্টির স্পর্শে অতীত কেই খুঁজে পাই..
কিন্তু, ধরা ছোঁয়ার বাহিরে সে যেদিকেই যাই।
খুঁজে চলছি অজানার পথে, নাই সীমা নাই।
হাহাকার ভালোবাসা এভাবেই কাছে পেতে চাই।
আসুক না হয়ে কান্না বৃষ্টিতে স্পর্শ দিয়ে আমায়।
ছুটে যাবো সেখানেই কে আজ আমাকে থামায়?
স্বাধীন চেতা আমি এমনই তোমাকেও খুঁজি,
বৃষ্টির স্পর্শই বলে দেয় সাথে আছো বুঝি।
রঙের মেলার সাজিয়ে হাজারো তামাশার পরষা।
কবে যে মিলবে মুক্তি নেই তার কোনো ভরসা।
তবুও আমি জানালায় দাঁড়িয়ে কিছুক্ষণ,
অতীতের তলদেশ দৃশ্য কাব্যের স্বান্তনায় ভরি মন।
দোলা দেয় এভাবেই স্মৃতিতে রোমন্থন ছবির গল্পে,
আজ এখানে বন্দী, কাল আসিবো হয়তো' নুতন প্রকল্পে।