আত্মার প্রেম
****প্রেমের কবি আসিফ খান রানা****

ধর্মে কোনো জবরদস্তি নেই,
সোজা পথ তো ভ্রান্ত পথ থেকে আলাদা।
ঐশী প্রেমের প্রবাহে মরুর বুকেও,
প্রাণের সঞ্চার দেয়া যায় পত্র-পল্লবে তাজা তাজা।


সৃষ্টির মূলে রয়েছে প্রেম।
প্রেম ছাড়া কোনো কিছুরই উদ্ভব হতো না।
এ মহাবিশ্ব একজনের ই ;
মতভেদ থাকবে ই- তবে, শ’ত না ।

প্রেম এমন এক শাশ্বত মানবিক শক্তি ,
যা মানুষ সহজাত ভাবেই অর্জন করেছে।
অবিশ্বাসী শয়তান মানুষের মাঝে
শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করে-ই না মরেছে।

প্রেমকে শুধু সংসারে নর-নারীতে নয়,
পাই মানবাত্মা ও পরমাত্মার সঙ্গে।
আত্মার মানব প্রেম রেখে যেতে চাই আমি,
শান্তির ধর্মে- এ বঙ্গে।

মানবাত্মা যে উৎসের দিকে ছুটছে ,সে তো  ঐশী প্রেম।
মানবের প্রেম তার সৃষ্টির অংশে।
স্রষ্টার সৌন্দর্য ই প্রেম,
অবিশ্বাসী শয়তান আগুনের গর্বে আজও আছে ধ্বংসে।

আমি দেখাবো- প্রেমের ধর্মে আসিলে,
চরিত্রের হয় কলঙ্ক দূর।
প্রেমই হল ধর্মের আত্মা,
হৃদয় করে আলোকিত- ফুটে ওঠে সৌন্দর্যের নূর।

ধর্ম সহজ এবং স্পষ্ট,
মানুষের জন্য স্রষ্টার ধর্ম প্রকৃতির ধর্মের মতো-ই।
এক নিষ্ঠা প্রেম প্রবাহে; হৃদয়ের বন্ধ দ্বার যায় খুলে,
আত্মার প্রেমে করিবে প্রবেশ যতো-ই।

নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু
বন্ধুত্ব যদি করো চিরস্থায়ী।
আত্মার প্রেম না করিলে শুদ্ধ
ইহ কালীন কর্মের ভাঁড়; একমাত্র তুমি-ই দ্বায়ী।

সূক্ষ্মদর্শিতা, প্রজ্ঞার বিশ্লেষণ, অভিজ্ঞতা লাভ ও পূর্ববর্তী রীতিনীতি,
না করিলে বিশ্বাস এ চার স্তর ।
মহাশূন্য ও ঊর্ধ্বলোকে পাড়ি দিতে হলে,
পরম সত্তা স্রষ্টার সৌন্দর্য সাক্ষাৎ লাভে; হবে না  অগ্রসর।

আত্মার প্রেমে শৈশবে রাখিলে পা,
মানবতা ও ভ্রাতৃত্ববোধে হয় সচ্চরিত্র বান।
ভয় নেই যার ; ক্ষয় নেই তাঁর,
ইহকাল,পরকাল সর্বত্র-ই তাঁর সম্মান।