আজ আমার বই নেই
****প্রেমের কবি আসিফ খান রানা****
আমি লেখনির শক্তিতে বিদ্যান,
জনে জনে অর্জিত সম্মান।
কে বলছো – মোর কিছুই নেই?
আমি প্রেমের জ্বালিয়ে আলো,
দূর হতে সবাইকে বেসেছি ভালো।
ভালবাসা দ্বৈত, যে বলে-একা তো সেই?
গল্পের গাথুঁনিতে বুনি কাব্যের মেলা।
লুকানো আপনের মাঝে যত অবহেলা।
তাই কাব্যিক ছন্দে হারাই খেই।
মধুর কথা বধূর কাছে ও তিতে,
কষ্টেরা জমাট বাধা; আসে না তাই শীতে।
কাহিনী বলা আছে উপন্যাসে-ই।
রম্যের ছন্দে; মোর আবেগে রা হয় গান।
লিখি রূপকের কথা মালায় দিয়ে প্রাণ।
প্রকাশ যে অযোগ্য- তবুও যাচ্ছি সুর তুলে ই।
জ্ঞানের ডায়েরী কেউ আর খোঁজে না।
পাতায় পাতায় যে কত ঘ্রাণ, আজ কেউ বোঝে না।
লিখনি তাই মোর সোস্যাল সমাজে ই।
বিদ্যা র ধন, আছে যাঁর অর্জন।
স্ব-রবে নয়, নিরবেই ফুটে ওঠে তার জ্ঞানের গর্জন।
হোক সে বই বিহীন মলাটে-ই।
আমি গায়ে সম্মানের নেবাস করি না পরিধান।
চাটুকারিতায় নিজে হই না বলিদান।
আমি কবি- জবাব টা মোর; লিখনি-তেই।
আমি বাঁধিতে পাড়ি সুর, লোকালয়, পর্বত, সমুদ্দুর।
চলমান শিক্ষায়, আলো ছড়ায় তো প্রকৃতির নূর।
সঙ্গী করেছি তাই চলমান ধারা-কেই।
সমালোচনা থাকবে ই নিন্দুকের বাণী তে।
জ্ঞানের ঘরে কবিরা নির্বাক- জানে তর্ক যুদ্ধ মানী তে।
মূর্খ কিংবা জ্ঞানী হোক সে যেই।
নেই দ্বারা অর্জিত; কেন হবে না খেতাব?
তবে সম্মান আসে কী; প্রকাশিত হলে কিতাব?
হাস্যকর; সম্মান আসে না মলাটে মোড়ালে-ই।
আজ আমার বই নেই, আছে কবি সত্তার সবি।
লজ্জিত নই, বরং আমি গর্বিত সোস্যাল সমাজের কবি।
বল তো সেখানে আমার কী নেই?
আমি কবি,কবিরা সাম্যের গান গায়।
বিদ্রোহের শিকল পড়িও না তাঁদের পায়।
ভাঙ্গতে জানে লৌহ কপাট; খুঁজে দেখ ইতিহাসে-ই।