ইদানীং শেষ রাতে শীত ঝাঁপিয়ে পড়ে আমার উপর...

শীতের সাথে সঙ্গমে আমি অভ্যস্ত নই একেবারে।
ভাই-এর গা থেকে কাঁথা টানি...

একটাই কাঁথা আমাদের।
টানাটানিতে শীত আমাদের ঘরে বহুগামী বেশ্যা হয়ে ওঠে...

তাং- ১৩ অক্টোবর ২০১৫