(১)

রান্নাবাড়া খেলতে গিয়ে মায়ের আড়ালে
চুপিচুপি যে আগুন চুরি করেছিলাম
সেই আগুনেই খেলছি আজও আপনমনে...

(২)

ভিজতে ভিজতে বুঝি
'জলের অন্য নাম জীবন'
পাঠের পড়া মাত্র নয়...

নিত্য জলের উপর বাক্যটি লিখতেও হয়...