বড় বড় চোখ আর
কৃষ্ণ কালো চুল,
এ রূপের মাঝে যেনো
নাই কোনো ভুল।
ধনুকের ন্যায় ভ্রুলতা আর
মনকাঁড়া অপাঙ্গদৃষ্টি,
এতো প্রশান্তি কেনো, প্রভু
কেনইবা অপরূপ সৃষ্টি!
অসিত আঁচলের পিছে
মনোজ্ঞ ভরা মুখ,
তার দর্শনে কম্পিত
এই কচি হৃদস্র বুক।
হে বিধু,তুমি সুন্দর তবে;
তোমার আনন কলঙ্ক যুক্ত,
অপারগ তুলনায়, দেখো
রূপিণী তা হতেও মুক্ত।