চাঁদ উঠেছে আকাশে,
মিষ্টি মিষ্টি বাতাসে,
ছুটছে সুখের বান
স্যালুট মাহে- রমাদান।

প্রতিক্ষার দ্বার পেরিয়ে,
মনের রাজ্য ছাড়িয়ে,
করবো বেশি দান
স্যালুট মাহে রমাদান।

সকল পাপ মুছে ফেলে,
নব উদ্যমে টুকরে উঠে,
গাইবো খুশির গান
স্যালুট মাহে-রমাদান।

করোনার মৃত্ত যুগে,
নিজের নফস রুখে,
বাড়াবো জ্ঞানের মান
স্যালুট মাহে-রমাদান।

~মাহে রমদানের শুভেচ্ছা
(13/4/21)