গোস্ত রুটি দারুণ জুটি
খেতে লাগে বেশ,
অনাহারে ভরা দেখো
সোনার বাংলাদেশ।
তেহেরী পোলাও হোটেলে বসে
কি দারুণ খেতে,
তৃপ্তি হৃদে বাইরে দেখো
ভিক্ষুক থালা পেতে।
পাঁচশো টাকার পিজ্জা খেয়ে
মজার ঢেকুর উঠে,
দশটা টাকা দিয়ে দেখো
মুখে হাসি ফুটে।
খাও তুমি, গাও গান, হারাও সুখের মাঝে,
ভেবে দেখো, এসব ব্যাপার মন ভরায় লাজে।
আমি মানুষ, সেই মানুষ, সকলই আদমের হাত,
আমার পেটে মহাসুখ, তার জুটেনা ভাত।
আমি খাবো মাছ-মাংশ, মজার মজার ফল,
প্লেট নিয়ে বসলে কেনো তার চোখে জল!
এসব ব্যাপার, বড়োই তিতা,বিস্বাদে ভরে মন,
এমন সময় সবার মাঝে, দারুণ দিনক্ষণ।
উঁচু-নিচু সকলে আজ একসাথে বসে
গোস্তো রুটি সকাল বিকাল খাবে সবাই কষে।
নাই ঝগড়া, নাই হিংসা, নাই ভেদাভেদ আজ,
সবার আনন্দে, আসল সুখে,সাম্যের বাঁশি বাজ।
ক্ষুধার্ত বলে থাকবে না কেউ এই একটি দিনে,
মহত্ত্বেই মাথা নিচু হয়,অন্তর ভরে ঋণে।