জুলাই অভুত্থানে
সবচেয়ে গুণে মানে
সাদিক ভাইয়েরা সেরা,
ছাত্ররা সবখানে
সাড়া দেয় জনগণে
যেনো দুঃসাহসে ঘেরা।
ক্রেডিটের ছড়াছড়ি
ফেসবুকে গড়াগড়ি
সত্যসন্ধানী মন,
কিছু দল উড়াউড়ি
আর কিছু মরি মরি
সত্য প্রকাশের ক্ষণ।
বাহবায় মেতে গেলো
যেনো সবে ইমাম পেলো
অপেক্ষার চাহনি মুখে,
হাসি মুখে নূরের ছবি
আধার ঠেলে প্রভাতের রবি
দাঁড়ালেন, ইসলাম নিয়ে বুকে।
"আমার সালাত, আমার জীবন
আমার কুরবানী,আমার মরণ
সবকিছু, মহান প্রভুর জন্য"
সকলের চক্ষু ভারি
নাই ক্রেডিটের পাড়াপাড়ি
আহা ধন্য সেই ছেলে ধন্য।
যে মায়ের কোলজুড়ে
ক্ষমতার লোভ ভুলে
এমন ছেলের জন্ম,
খোদার মহিমা মুখে
শুধু কিবলায় মাথা ঝুঁকে,
আহা ধন্য সে মা ধন্য।
যে দলের কর্মী হলে
ক্ষমতার লোভ ভুলে
আদর্শে হয় অনন্য ,
মহানবীর পথে ডাকে
শাহাদাতের তামান্না মাখে,
আহা ধন্য সে দল ধন্য।