ইচ্ছে করে পাখির মতো
নীল আকাশে উড়তে,
বাতাসের টানে হৃদয়ের বাণে
নতুনভাবে জাগতে।

সকল বাধার জট খুলে আজ
উড়বো পাখির মতো,
বয়সের ভারে না নেতিয়ে
সারাবো মনের ক্ষত।

কে কি বলুক দূরে মরুক
উড়বো সারাবেলা,
নিজের মনে তৈরি করবো
উদযাপনের মেলা।

শীল কুড়াবো আম কুড়াবো
কুড়াবো নানান ফল,
যত বলুক বাণী কথা
আমরা অবাধ্য হওয়ার দল।