হুর নিয়ে উপহাস করে
কতই নিচু করবে,
ভুল হবে, ভাবো যদি
মুমিনের ঈমান নড়বে।
মুমিনের কাছে 'হুর' হলো
এমন একটি শব্দ,
কামনা প্রবণ পুরুষ কেও
করে ফেলে জব্দ।
যৌবন চাহিদায় মক্ত হয়
অবৈধ ভালোবাসায়,
হাতে পেয়েও সরে দাড়ায়
এই হুরেরই আশায়।
অনেক মেয়েরা মুমিন দেখলে
ফেলে স্বস্তির নিশ্বাস,
শত ব্যভিচার রক্ষা করে
এই আধ্যাত্মিক বিশ্বাস।
এই হুরই পবিত্র রাখে
শত পুরুষের মন,
যারা বারে তৃপ্ত থাকতো
নারী নিয়ে সারাক্ষণ।
সত্তর হুরের আশাই যদি
ইজ্জত রক্ষা পাই,
যে যাই বলুক আমি
সেই বিশ্বাস টাই চাই।