কালের সাথে তাল মিলিয়ে
বদলে যাই যে সব,
তাই কি বলে বদলে যাবে
তোমার আামার রব?

স্রষ্টার সৃষ্টি ভুবন এখন
ইলুমিনাতির ফাঁদে,
খোদার খলিফা হয়েও তোমার
হৃদয় কি একটুও কাঁদে?

মহত্ত্বের খাতিরে আজ
মূর্তি হচ্ছে রব,
না ভেবে, না বুঝে
মানছো কেন সব?

কালের সাথে তাল মিলিয়ে
দেহের চোখ যে অন্ধ,
তাই কি বলে তোমার আমার
বিবেক চোখ কি বন্ধ?

ইন্টারনেটের জগতে আজ
সামনে কতকিছু,
চিন্তা আর সৃজনশীলতায়
মানুষ হচ্ছে পিছু।

সুযোগের সৎ-ব্যবহারে আজ
ইলু-মিনাতির ধরা,
শিরকের জালে বন্দি সমাজ
নাড়ছে ধ্বংসের কড়া।