"তাঁদের ছিন্ন দেহ উড়ে আকাশে
বারুদের গন্ধ বয়ে যায় বাতাসে।
ঘুমে নিমজ্জিত পুরো মুসলিম বিশ্ব
প্রতিনিয়ত চোখে দেখি, হাড়কাঁপানো দৃশ্য।
ক্ষুধা আর তৃষ্ণার্ত বুক সর্বদা সঙ্গে নিয়ে
সেই বুক ঝাঁঝরা হয়,বোমা আর বুলেট দিয়ে।
শুষ্ক চোখে খোদার পানে হাত তুলে চায়
যত সম্ভব তাড়াতাড়ি, মোরা জান্নাত চাই।
শিশু কিশোর সকল প্রাণের একটিই আশা
পরের দিন ঘুম ভেঙে যেনো,মুছে যায় হতাশা
একসাথে এক উদ্যানে সুশোভিত হাসি
যেই হাসি বোমা বারুদে আর হবে না বাসি।
তাদের কান্না আমাদের মনে আর দাগ কাটবে না
তাদের হাসিও আমাদের দিলে আর প্রশান্তি দিবে না।
তারা থাকুক তাদের মতো জান্নাতের ফুল হয়ে
আমরা না হয় এখানেই থাকি,অভিশাপ আর হারানোর ভয়ে।
তারা থাকুক তাদের মতো,এক বিপ্লবী বীর বলে
মাতৃভূমির জন্য যারা জীবন দিয়েছে দলে দলে।
তারা থাকুক তাদের মতো,তাদের সুখ দুঃখের ভাগিদার নাই
এই জাতি কেমনে বলবে মোরা মুসলিম মুসলিম ভাই!