গ্রাম্য বাতাস পছন্দ মোর
     রসে টসটসে তাজা,
ডালের সাথে পাঙ্গাশ মাছ
     কাঠের উনুনে ভাজা।

গ্রাম্য মাটি শুদ্ধ খাঁটি
     আবর্জনও সার,
ফুল ঝড়ে ফল পাকে
     আয়ু নীলিমার।

গ্রাম্য সবুজ মনোহর কড়া
     চোখে তৃপ্তি আসে,
ধানের ক্ষেতে স্বপ্নগুলো
      আপন জোয়ারে ভাসে।

গ্রাম্য হাসি, শব্দ ভারি
     অন্তরে ধ্বনিত হয়,
শহুরে খোকা বলে উঠে
    দারুণ বৈচিত্র্যময়।