আমি তোমার ভালোবাসায় সিদ্ধহস্ত বলেই হয়তো এখনো আমার ভালোবাসা দিবস আসেনি।কারণ এখনো যে তুমিও আসোনি।আমার ভালোবাসা দিবস  সেদিনই হবে, যেদিন তুমি চোখে কালো কাজল, ঠোঁটে লাল লিপিস্টিক,নাকে ইয়ে বড়ো স্বর্ণের নোলক আর লাল টুকটুকে শাড়ি পড়ে গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো বিছানায় বসে আমার জন্য অপেক্ষা করবে।
সেদিন তোমাকে দিয়েই আমার ভালোবাসা দিবসের সূচনা হবে। সেদিনটি যত দেরিতেই হোক না কেনো,আমি অপেক্ষার প্রহর গুনতে কল্পনার শ্রেষ্ঠ সময়টুকু নিয়েই বসেছি।
আচ্ছা একটি কথা, তুমি কি কখনো আকাশের চাঁদ ভালো করে লক্ষ্য করেছো?
যখন তুমি চাঁদটির দিকে তাকিয়েছিলে, বলতে পারবে সেই সময়টি কত মিনিট বা কত ঘণ্টা ছিলো?

জীবনেও বলতে পারবে না, কারণ তাঁর আকর্ষণ তোমাকে যাবতীয় সবকিছুই ভুলিয়ে দিবে। তুমি নির্দিষ্ট করে বলতে পারবে যে কতক্ষন যাবত তাঁর দিকে তাকিয়ে ছিলে।

আচ্ছা তুমিতো চাঁদকে খুব ভালোবাসো।তুমি কি কখনো চাঁদের ত্রুটি লক্ষ্য করেছো?

না করে থাকলে এখুনি তাকাও।দেখো তাঁর মাঝে অনেকগুলো কলঙ্কের দাগ বিদ্যমান।এখন কি তা দেখার পরও তোমার কি চাঁদ দেখতে ভালো লাগছে?

অবশ্যই ভালো লাগবে। সেদিন আমার ভালোবাসাটাও ঠিক এমনি হবে।হাজার দোষের মাঝেও তোমাকে ভালোবাসবো।হাজার দূরুত্বও আমাদের ভালোবাসা বিন্দুমাত্র কমাতে পারবে না।আর তোমার দিকে একবার তাকালে পুরো দুনিয়া আমার কাছে গুরুত্বহীন হয়ে পড়বে।

আমার ভালোবাসা দিবস তো সে দিনই।

(১৪/২/২৩)