তোমার আমার দম্ভ শেষ!
মাত্র দু'মিনিটের দুলুনিতে
আকাশচুম্বী ইমারতের
উদ্ধত আস্ফালন
ভেঙে চুরমার,ধুলিসাৎ ।
এক লহমায়-
ঐতিহাসিক সৌধ
ধুলায় লুটায় তার গর্ব ।
প্রকৃতির কাছে -
বড় অসহায় আমরা,
প্রকৃতিই পারে
ধনী দরিদ্র সাদা কালো
সকলকে খোলা আকাশের
নীচে দাঁড় করাতে,
লঙ্গরখানায় এক সারিতে
মিলিয়ে দিতে।
যে দিকেই দেখি
শবের মিছিল
স্বজন হারানোর
গগনভেদী আর্তনাদ।
ধ্বংস স্তুপের নীচে
বরফে ঢাকা আরও
দেখতে হবে কত শত শব
জানি-না
হায় রে প্রকৃ্তি !
তোমার তুলনা তুমি নিজে।