সময় বহতা নদীর মত
ভ্রুক্ষেপহীন তার চলে যাওয়া।
কোথায় কি ঘটছে
ঘটে চলেছে
খেয়াল না রেখে
কালের স্রোতে
গা ভাসিয়ে দিয়ে,
কালের গহ্বরে
হারিয়ে যায় অনেক কিছু।
তুমি আমি নিরব দর্শক
দাঁড়িয়ে দেখি -
বদলে যাচ্ছে পরিবেশ
বদলে যাচ্ছে মানুষ
বদলে যাচ্ছে পৃথিবী।
আজকের ঘটনা
অতীত হয়ে-
ইতিহাসে স্থান করে নিচ্ছে ।
বিবর্তনের ধারায়
সময়ের সাথে তালে তাল
মিলাতে না পারলে
সবই একদিন হারিয়ে যাবে
কালের গহ্বরে।