একদিন নাএকদিন
অজান্তেই জীবনে
বসন্ত উঁকি দিয়ে যায় ।
শীতের ঝরা পাতার মর্মর ধ্বনির
শেষে যেমন নবপল্লবের
আগমন বার্তা,
অশোক শিমুল পলাশ
আগুন রঙে রাঙিয়ে দেয়
মনে হয় আগুন লেগেছে বনে।
তেমনি মানুষের জীবনে
হঠাৎই বসন্তের আগমনে
তার পেলব ছোঁওয়ায়
শিহরণে মনে প্রানে লাগে দোলা ।
জীবনের ছন্দ যায় বদলে,
চাতকের হঠাৎ বৃষ্টিতে আনন্দের মত
হঠাৎই বসন্ত এসে জীবনের
বন্ধ দরজাগুলো একঝটকায়
খুলে দিয়ে-
সব কিছু ওলট পালট করে দেয়।
-অশেষ দে