একদা আমি কবিতাই লিখতাম। যূথবদ্ধ আঙ্গুলে, অসীম সাহসিকতায় শব্দকল্পনার অচিন্তিত রচনা (ইম্প্রোভাইজেশন) !
এখন আমি আস্তাবলে বসে ঘোড়ার উপযোগী, সুস্বাদু নেপিয়ার ঘাস লিখি !
সানন্দে- স্বাচ্ছন্দ্যে আঁটি আঁটি নেপিয়ার চিবিয়ে খাই। অবিকল ঘোড়ার মত-
আর জাবর কাটি !
আপনারাও কী, হে সুভাষ মুখোপাধ্যায়, খামারের উপযোগী ঘাস রচনা করতেন ?
দেখুন, হে হর্সপাওয়ার,
খামারের প্রতিবেশি খরগোশ সমাজ-
ওই গল্পটাও অসংখ্যবার শুনতে বাধ্য করেছিলেন আমার মা,
কচ্ছপের গতি নিয়ে পৃথিবীর সবচে' ভালো গল্প ওইটাই !
আমাকেও পেয়ে গেছে বামনত্বে-
দেহ ছোটো, ছোটো চোখ, ছোটো ছোটো আঙ্গুল; আর লিখছি
খামারের উপযোগী ঘোড়া গরু কচ্ছপ খরগোশ এর জন্যে নেপিয়ার ঘাস !